জমজ ভাই-বোনের বিয়ে, নেটপাড়ায় ভাইরাল অবাক করা কাণ্ড
July 5, 20258:37 pm

চার বছর বয়সী যমজ ভাই-বোনের মালাবদল করে বিয়ের ঘটনায় হতবাক নেটিজেনরা। থাইল্যান্ডে এক পারিবারিক অনুষ্ঠানে সমস্ত রীতিনীতি মেনেই সম্পন্ন হয়েছে এই বিয়ে। জনসমক্ষে চুম্বন থেকে শুরু করে বৌদ্ধ সন্ন্যাসীদের আশীর্বাদ গ্রহণ, বিয়ের প্রতিটি আচারই পালন করেছে এই দুই খুদে। ২৮ জুন কালাসিনের প্রচয়া রিসর্টে আয়োজিত হয়েছিল এই বর্ণাঢ্য অনুষ্ঠান, যেখানে আত্মীয়-পরিজনদের উপস্থিতিতেই সম্পন্ন হয় এই ব্যতিক্রমী বিবাহ।
জানা গেছে, এটি থাইল্যান্ডের একটি পুরোনো রীতি। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, পূর্বজন্মে প্রেমিক-প্রেমিকা থাকার কারণে যমজ হয়ে জন্ম নিলে রোগব্যাধি ও দুর্ভাগ্য এড়াতে ১০ বছর বয়সের আগেই তাদের বিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় এই বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে চলছে জোর চর্চা।