বার্মিংহ্যামে গিলের ইতিহাস! অধিনায়কত্বের অভিষেকেই জোড়া রেকর্ড, ইংল্যান্ডকে একাই গুঁড়িয়ে দিলেন শুভমন

বার্মিংহ্যাম টেস্টে অবিশ্বাস্য ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছেন ভারতীয় দলের নতুন অধিনায়ক শুভমন গিল। প্রথম ইনিংসে দ্বিশতক হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসেও হাঁকালেন দুর্দান্ত এক সেঞ্চুরি, যা তাকে এক অনন্য রেকর্ডের অধিকারী করেছে। অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে যেন তার ব্যাট আরও ধারালো হয়ে উঠেছে, স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সের ফলে ভারতীয় দল বার্মিংহ্যাম টেস্টে চালকের আসনে বসে গেছে।
শুভমন গিল দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৯ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান। তার এই ইনিংসে ছিল ৯টি অনবদ্য বাউন্ডারি এবং ৩টি বিশাল ছক্কা। অধিনায়কের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত এখন ম্যাচ জেতার দারপ্রান্তে। শুভমনের এই জোড়া সেঞ্চুরি শুধু রেকর্ডই গড়েনি, বরং ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটে তার নেতৃত্ব ও ব্যাটিং সামর্থ্যের এক উজ্জ্বল বার্তা দিয়েছে।