‘কালো জাদু’র নামে ভয়ংকর প্রতারণা, নগ্ন ছবি ভাইরাল! জামাইয়ের জালে স্ত্রী ও শাশুড়ি!
July 5, 20258:53 pm

‘কালো জাদু’র মাধ্যমে ছেলের বিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তি তার স্ত্রী ও শাশুড়িকে নগ্ন হয়ে কিছু আচার-অনুষ্ঠান পালনের নির্দেশ দেয়। অভিযুক্ত জামাই তাদের বোঝায় যে, এই ‘কালো জাদু’ করলেই শ্যালকের বিয়ে নিশ্চিত হবে। স্ত্রীর ও শাশুড়ি বাধ্য হয়েই তার কথা মেনে নেন। কিন্তু তাদের অজান্তেই সেই নগ্ন মুহূর্তের ছবি তুলে নেয় জামাই।
এরপর সেই ছবি পরিবারের অন্যান্য সদস্যদের হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে, যা দেখে তারা হতবাক হয়ে যায়। অভিযুক্তের বাড়ি উত্তরপ্রদেশের দেবরিয়া এলাকায় হলেও সে থাকত নবি মুম্বই এলাকায়। এই ঘটনা সমাজে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং ‘কালো জাদু’র নামে এমন জঘন্য প্রতারণার বিরুদ্ধে তীব্র নিন্দা উঠেছে।