‘উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ধর্ষণ’, কসবা কাণ্ডে বিজেপিকে ভয়ঙ্কর পাল্টা কল্যাণের!

কসবা আইন কলেজের ধর্ষণ কাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন। তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে অভিযোগ করেন যে, উত্তরপ্রদেশ এবং দিল্লিতে সর্বাধিক সংখ্যক ধর্ষণের ঘটনা ঘটলেও তারা এ বিষয়ে নীরব। আজ হুগলিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ এই বিস্ফোরক মন্তব্য করেন, যা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “সবচেয়ে বেশি ধর্ষণ হচ্ছে উত্তরপ্রদেশে, বেশিরভাগই ঘটছে দিল্লিতে, প্রতিদিন গড়ে ৪টি ধর্ষণ দিল্লিতে ঘটে। নরেন্দ্র মোদী কী করেন, অমিত শাহ কী করেন?” তিনি আরও অভিযোগ করেন, “উত্তরপ্রদেশে প্রতিদিন ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা ঘটছে, এমনকি ধর্ষণের পর ১০ দিন পর অভিযুক্তদের ছেড়েও দেওয়া হয়।” সিপিএমের আমলে পশ্চিমবঙ্গে যখন গণতন্ত্র ছিল না, তখন মোদী বা শাহের এখানে এসে লড়াই করার সাহস ছিল না বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, এখন যখন বাংলায় গণতন্ত্র রয়েছে, তখনই তারা ‘সমৃদ্ধির দিনে’ আসছেন, কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছুই নেই।