আইএসআইএস-এর নৃশংসতা-নারীদের যেভাবে শিকার বানায়, জ্ঞান হারানো পর্যন্ত দিনরাত ধর্ষণ-যৌনদাসী হিসেবে জীবন
July 5, 20259:01 pm

ইসলামিক স্টেট (আইএসআইএস) জঙ্গিদের পাশবিকতার শিকার হয়েছিলেন ইয়াজিদি নারী নাদিয়া মুরাদ। ২০১৪ সালে আইএস জঙ্গিরা প্রায় ৭০০০ নারী ও মেয়েকে জিম্মি করে, যার মধ্যে নাদিয়াও ছিলেন। দীর্ঘ তিন মাস নাদিয়াকে যৌনদাসী হিসেবে আটকে রেখেছিল জঙ্গিরা। এই সময়ে তাকে প্রতিদিন অকথ্য নির্যাতনের শিকার হতে হয়েছে। দিনের পর দিন বিভিন্ন জঙ্গির লালসার শিকার হয়েছেন তিনি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নাদিয়া জানান, জঙ্গিরা তার বাবা ও ভাইকে তার চোখের সামনেই হত্যা করে। পালানোর চেষ্টা করলে তাকে নির্মমভাবে মারধর করা হয় এবং জ্ঞান হারানো পর্যন্ত ধর্ষণ করা হয়। নাদিয়া মুরাদ শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন এবং তার কাহিনী সারা বিশ্বে আইএসআইএস-এর নৃশংসতার এক বাস্তব চিত্র তুলে ধরেছে।