মনোজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, মনোজিৎ শুধু হাত নাড়ত আর টিচাররা বলতেন, ‘ও ডাকছে চলে যাও’!

কসবা ল’ কলেজের গণধর্ষণকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় কলেজের প্রাক্তনী ও বহিষ্কৃত অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। গত ২৫ জুন এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মনোজিৎ, জাইব আহমেদ এবং প্রতিম মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, মনোজিৎ কলেজে থাকাকালীন ছাত্রীদের উপর দীর্ঘদিন ধরে ‘দাদাগিরি’ চালাত। ছাত্রীরা জানিয়েছেন, ক্লাসে থাকাকালীন মনোজিৎ যখন খুশি তাদের ডেকে নিত এবং শিক্ষকরাও এতে বাধা দিতেন না। এমনকি অনেক ছাত্রীর শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে, যা আগে পুলিশকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি।
২৫ জুনের ঘটনার পর পুলিশি তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী যে কমনরুমে তাকে মারধর করা হয়েছিল, সেখান থেকে রক্তের দাগ ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়েছে। কলেজের সিসিটিভি ফুটেজে অভিযুক্ত ও নির্যাতিতার গতিবিধি ধরা পড়েছে, যা ছাত্রীর অভিযোগের সত্যতা প্রমাণ করে। এছাড়াও মনোজিতের মোবাইল থেকে একটি ভিডিও উদ্ধার করা হয়েছে, যা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নির্যাতিতা ছাত্রীর মেডিকেল রিপোর্টেও যৌন নিগ্রহের প্রমাণ মিলেছে। এই ঘটনা কলেজের ভেতরের দীর্ঘদিনের অনিয়ম ও প্রশাসনিক উদাসীনতাকে সামনে এনেছে।