মাদ্রাসায় তিন বছর শিক্ষকের হাতে ছাত্রী ধর্ষণের অভিযোগ, তিনবার গর্ভপাত! চমকে দেবে পুরো ঘটনা

লোহিয়ানগরে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে গত তিন বছর ধরে এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ ও তিনবার গর্ভপাতের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত শিক্ষক আলতাফকে গ্রেপ্তার করেছে। নির্যাতিতা ২২ বছর বয়সী ওই ছাত্রী বিহারের আরারিয়া জেলার বাসিন্দা। পুলিশ তার জবানবন্দি রেকর্ড করেছে, যেখানে সে শিক্ষক এবং তার স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে।
ছাত্রীর অভিযোগ, শিক্ষক আলতাফ তাকে একটানা ধর্ষণ করে আসছিলেন এবং প্রতিবাদ করলে মারধর করা হতো। এমনকি শিক্ষকের স্ত্রীও তাকে এই কাজে সহযোগিতা করতেন। ধর্ষণের ফলে তিনবার গর্ভবতী হলে মৌলানা ও তার স্ত্রী তাকে জোরপূর্বক গর্ভপাত করিয়ে দেন। বিষয়টি প্রতিবেশীদের জানালে তাকে পাগল প্রমাণের চেষ্টা করা হয় এবং পালানো আটকাতে চুল কেটে দেওয়া হয়। গত বৃহস্পতিবার ছাত্রীটি বাড়ি ফেরার চেষ্টা করলে তাকে আবারও আটকে রেখে ধর্ষণ করা হয়। প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।