ভুয়ো ডিগ্রি বিতর্কে সাসপেন্ড করল আইএমএ কলকাতা শাখা, এবার  বিপাকে শান্তনু সেন

ভুয়ো ডিগ্রি বিতর্কে সাসপেন্ড করল আইএমএ কলকাতা শাখা, এবার  বিপাকে শান্তনু সেন

ভুয়ো ডিগ্রি সংক্রান্ত বিতর্কের জেরে এবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর কলকাতা শাখা থেকে সাসপেন্ড হলেন চিকিৎসক শান্তনু সেন। এর আগে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল তার রেজিস্ট্রেশন দুই বছরের জন্য বাতিল করেছিল। এবার আইএমএ-ও তাকে দুই বছরের জন্য সাসপেন্ড করায় রেজিস্ট্রেশন হারানোর পর সদস্যপদও খোয়ালেন এই চিকিৎসক।

শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি বিদেশি সংস্থার দেওয়া এফআরসিপি ডিগ্রির অপব্যবহার করেছেন এবং কাউন্সিলের অনুমতি ছাড়াই পরিচয়পত্রে তা ব্যবহার করেছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করে বহিষ্কৃত তৃণমূল নেতা ও চিকিৎসক শান্তনু সেন এটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *