শ্রাবণী মেলার আগে জল্পেশ মন্দির পরিদর্শনে পুলিশ, ব্যবসায়ীদের বাড়তি সুবিধা দাবি

ময়নাগুড়ি: আসন্ন শ্রাবণী মেলাকে কেন্দ্র করে ময়নাগুড়ির জল্পেশ মন্দির ও তার পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করলেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ, ডিএসপি অরিন্দম পাল চৌধুরী এবং ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। শনিবারের এই পরিদর্শনে তারা নিরাপত্তার দিকগুলো খতিয়ে দেখার পাশাপাশি ভক্তদের প্রবেশ ও প্রস্থানের পথগুলোও পর্যবেক্ষণ করেন। এসময় স্থানীয় ব্যবসায়ীরা পুলিশ কর্মকর্তাদের কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।
২০ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত চলা এই মেলায় এবার ৫০ টাকার টিকিট চালু হচ্ছে। ভক্তরা হাতি গেট দিয়ে প্রবেশ করে স্কাইওয়াক হয়ে মন্দিরে যাবেন এবং পুজো শেষে শিব-পার্বতী গেট দিয়ে বেরিয়ে মেলায় প্রবেশ করতে পারবেন। জল্পেশ ব্যবসায়ী সমিতির সভাপতি দিলীপ কানু দাবি করেছেন, ভক্তরা যেন পুজো শেষ করে মেলায় ঘুরে তবেই বাইরে যান, কারণ শুধুমাত্র নতুন ব্রিজ দিয়ে ভক্তদের বের করে দিলে তাদের ব্যবসায় ক্ষতি হবে। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানিয়েছেন, তারা সবদিক খতিয়ে দেখছেন এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে।