মার্কিন বাণিজ্য চুক্তিতে মোদিকে রাহুলের খোঁচা, ট্রাম্পের ডেডলাইন মানবে ভারত?

নয়াদিল্লি: আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক অতিরিক্ত শুল্ক চাপানোর পর তা ৯০ দিনের জন্য স্থগিত রাখার পাশাপাশি ৯ জুলাইয়ের মধ্যে চুক্তির জন্য বিভিন্ন দেশকে কার্যত ‘ডেডলাইন’ বেঁধে দিয়েছেন। এই পরিস্থিতিতে রাহুল গান্ধী কটাক্ষ করে বলেছেন, মোদি ট্রাম্পের কাছে নতিস্বীকার করে ডেডলাইনের মধ্যেই চুক্তি করবেন।
যদিও কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এর আগে এক বাণিজ্য সম্মেলনে বলেছিলেন, ভারত কোনো ডেডলাইন মেনে বাণিজ্য চুক্তিতে সম্মত হবে না, বরং যখন তা উভয় পক্ষের জন্য বা ভারতের জন্য লাভজনক হবে, তখনই চুক্তি করা হবে। ট্রাম্পের বেঁধে দেওয়া ৯ জুলাইয়ের সময়সীমার আর মাত্র তিন দিন বাকি। এরই মধ্যে ভারতীয় প্রতিনিধিরা চুক্তি নিয়ে আলোচনার জন্য আমেরিকা সফর করে ফিরে এসেছেন। নির্দিষ্ট সময়সীমার আগেই দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হবে কিনা, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।