সাধুর ছদ্মবেশে মাদক কারবার, গঙ্গাপাড়ে গ্রেপ্তার ২

কলকাতা: সাধুর বেশ ধরে শহরে রমরমিয়ে মাদক কারবার চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লালবাজারের নারকোটিক সেলের গোয়েন্দারা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার উত্তর কলকাতার শোভাবাজার ফেরিঘাটে অভিযান চালিয়ে শিবশঙ্কর ওঝা (বউবাজার) এবং অর্পণ মল্লিক (বড়বাজার) নামে ওই দুই মাদক পাচারকারীকে হাতেনাতে ধরা হয়। তাদের কাছ থেকে প্রায় ১১ লক্ষ টাকা মূল্যের ৫৫০ গ্রাম চরস উদ্ধার হয়েছে।
শুক্রবার ধৃতদের নগর দায়রা আদালতে তোলা হলে বিচারক রোহন সিনহা তাদের ১০ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মুখ্য সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডু জানান, প্রাথমিক তদন্তে একটি বড় মাদক চক্রের জড়িত থাকার প্রমাণ মিলেছে এবং সেই চক্রকে ধরতে ধৃতদের জেরা করা জরুরি। তিনি আরও জানান, গঙ্গাপাড়ের কোন কোন ঘাটে তারা এই মাদক কারবার চালাচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জামিনের আবেদন নাকচ করে দিয়েছে আদালত।