অন্ধবিশ্বাসের বলি স্ত্রী-শাশুড়ি, কালোজাদুর নামে নগ্ন করে ছবি দিলেন সোশাল মিডিয়ায়
July 6, 20257:32 am

মহারাষ্ট্রে এক যুবক তার শ্যালকের বিয়ের জন্য কালোজাদু করার নামে নিজের স্ত্রী ও শাশুড়িকে বিবস্ত্র করে ছবি তুলে তা হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ১৫ এপ্রিল নব মুম্বইয়ে এই ঘটনা ঘটে। নির্যাতিতা তরুণী তার ৩০ বছর বয়সী স্বামীর বিরুদ্ধে ভাসি থানায় অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, স্বামীর নির্দেশে তারা আজমেরে পৌঁছানোর পর তাদের নগ্ন ছবি তুলে স্ত্রীর বাবা ও ভাইকে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত উত্তরপ্রদেশের বাসিন্দা এবং কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ অভিযুক্তের সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে, তবে এখনও তাকে গ্রেপ্তার করা যায়নি।