ফুল তোলা নিয়ে অপমানে গৃহবধূর আত্মহত্যা, উত্তপ্ত শান্তিপুর
July 6, 20257:33 am

নদিয়ার শান্তিপুরে ফুল তুলতে গিয়ে চুরির অপবাদে প্রতিবেশীদের হাতে হেনস্তার শিকার হয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হরিপুর অঞ্চলের মধ্য কলোনির বাসিন্দা সরস্বতী দেবীকে ফুল চুরি করার অভিযোগে কান ধরে উঠবোস করানো হয় বলে দাবি তাঁর পরিবারের। এই অপমানেই তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ।
ঘটনার পর এলাকাবাসী সরস্বতী দেবীর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে শান্তিপুর থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও অভিযুক্ত করাতি পরিবার হেনস্তার অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।