মসজিদের কাছে দাঁড়িয়ে থাকা সবজির ঠেলাগাড়িতে ধাক্কা দেওয়ার অপরাধে প্রতিবন্ধী যুবক সীতারামকে পিটিয়ে হত্যা, উত্তপ্ত ভিলওয়াড়া

রাজস্থানের ভিলওয়াড়ার জাহাজপুরে গত শুক্রবার (৪ জুলাই, ২০২৫) সন্ধ্যায় টাকিয়া মসজিদের কাছে সবজির ঠেলাগাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে ২৫ বছর বয়সী প্রতিবন্ধী যুবক সীতারামকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জানা গেছে, তাঁর গাড়িটি রইস ফকিরের ঠেলাগাড়িতে ধাক্কা মারলে আলু-পেঁয়াজ ছড়িয়ে পড়ে। এরপর সীতারাম ক্ষমা চাইতে এবং ক্ষতিপূরণ দিতে গাড়ি থেকে নামলে মুসলিম জনতা তাঁকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ শাহরুখ নামে একজনকে গ্রেপ্তার করেছে এবং ওয়াসিম ও সাদ্দামসহ আরও অনেককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। নিহত সীতারামের বন্ধুরা তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন। সীতারামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় জনগণ এবং বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা দোষীদের কঠোর শাস্তির দাবিতে হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করেন। বর্তমানে ভিলওয়াড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বাজার বন্ধ রয়েছে।