বনগাঁ-হাবড়া লোকালে ১৩ বছরের বিক্রমের জীবনযুদ্ধ, পেট চালাতে যা যা করে জানলে চোখে জল আসবে
July 6, 20258:20 am

বনগাঁ-হাবরা লোকাল ট্রেনে নিত্যযাত্রীদের কাছে এক চেনা মুখ ১৩ বছরের বিক্রম সুতা। পেটের তাগিদে স্কুল ছেড়ে সে বেছে নিয়েছে হকারি জীবন। বাদাম, ঝুড়িভাজা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি করে সে নিজের, মা এবং চার বছরের ছোট বোনের সংসার চালায়। বাবার অবর্তমানে মায়ের একার পক্ষে সংসার চালানো আসাম্ভব হয়ে পড়লে এই অল্প বয়সেই সংসারের হাল ধরেছে চাঁদপাড়ার এই কিশোর।
লোকাল ট্রেনই এখন বিক্রমের কর্মস্থল। সকাল থেকে রাত পর্যন্ত কামরা থেকে কামরায় ঘুরে সে পণ্য বিক্রি করে। সোশ্যাল মিডিয়ায় তার এই জীবনযুদ্ধ ভাইরাল হয়েছে। তবে বিক্রমের আক্ষেপ, অনেকে ছবি তুললেও সাহায্যের হাত বাড়িয়ে দেন না। তার একমাত্র লক্ষ্য, হকারি করে রোজগার করা, যাতে তার পরিবার দুবেলা দুমুঠো খেতে পায়।