ক্লাস এইটে সহপাঠীর হাতে যৌন হেনস্থার শিকার নাবালিকা, তীব্র চাঞ্চল্য জলপাইগুড়িতে
July 6, 20258:48 am

জলপাইগুড়ির একটি বেসরকারি স্কুলে অষ্টম শ্রেণির এক ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তারই এক সহপাঠীর বিরুদ্ধে। গত ২৩শে জুন স্কুলের ক্লাস চলাকালীন দুই পিরিয়ডের বিরতিতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ নাবালিকার পরিবারের। অভিযুক্ত ছাত্র ভুক্তভোগীর শরীরের বিভিন্ন অংশ স্পর্শ করার চেষ্টা করে এবং অশালীন ইঙ্গিত করে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ভয়ে পরিবারকে বিষয়টি জানানোর পর তারা প্রথমে স্কুল কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও সঠিক সহযোগিতা পাননি বলে অভিযোগ।
এরপরই গত শনিবার নাবালিকার পরিবার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (CWC) এবং জলপাইগুড়ি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। CWC এবং পুলিশ উভয়ই ঘটনার তদন্ত শুরু করেছে। জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, পুলিশ স্বাধীনভাবে তদন্ত চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।