কাকের লড়াইয়ে থমকে গেল এক্সপ্রেস ট্রেন, ভোগান্তির শিকার যাত্রীরা
July 6, 20258:49 am

শনিবার বিহারের খাজাউলি-জয়নগর-দ্বারভাঙা রেল সেকশনে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হলেন জানকি এক্সপ্রেসের যাত্রীরা। দুটি কাকের নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে হাইটেনশন তারে লেগে যায়, যার ফলে তার ছিঁড়ে যায় এবং ট্রেনটি প্রায় চার ঘণ্টা দাঁড়িয়ে থাকে। ভোর ৫টা ১০ মিনিট থেকে সকাল ৮টা ৪০ মিনিট পর্যন্ত খাজাউলি স্টেশনের কাছে ট্রেনটি আটকে থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
রেল সূত্রে জানা গেছে, আউটার সিগন্যালের কাছে হাইটেনশন তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর জেরেই লোকো পাইলট জরুরি ব্রেক কষতে বাধ্য হন। দীর্ঘক্ষণ মেরামতির পর পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল ফের শুরু হয়। এই বিরল ঘটনায় হতবাক রেল কর্তৃপক্ষ ও যাত্রীরা উভয়েই।