ঝাঁসি স্টেশনে দেবদূতের বেশে সেনা চিকিৎসক! প্রসব যন্ত্রণায় ছটফট করা মায়ের পাশে,পকেট ছুরি আর চুলের ক্লিপ নিয়ে হাজির হলেন

ঝাঁসি স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা এক গর্ভবতী মহিলার আকস্মিক প্রসব যন্ত্রণায় ছটফট করার ঘটনা আলোড়ন ফেলে দিল। শনিবার বীরঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি স্টেশনে ঘটে যাওয়া এই ঘটনায় রেলযাত্রী এবং আরপিএফ কর্মীরা স্তম্ভিত হয়ে যান। পানভেল থেকে বারাবানকিগামী ওই মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও সময়ের অভাবে তা সম্ভব হয়নি। ঠিক সেই মুহূর্তে দেবদূতের মতো আবির্ভূত হন ছুটি কাটাতে বাড়ি ফেরা ঝাঁসি মিলিটারি হাসপাতালের চিকিৎসক মেজর রোহিত বাচওয়ালা। তাঁর তাৎক্ষণিক বুদ্ধি এবং দক্ষতায় পকেট ছুরি, চুলের ক্লিপ ও একটি ধুতি ব্যবহার করে স্টেশনেই সফলভাবে প্রসব করানো হয়।
মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়ে নতুন বাবা মহম্মদ জুবেইর কুরেশি কৃতজ্ঞতা জানিয়েছেন মেজর রোহিত এবং রেল কর্মীদের প্রতি। তিনি বলেন, ‘আমি ওই সেনা চিকিৎসক ও রেলওয়ে স্টাফদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব, যারা আমাদের সাহায্য করেছিলেন।’ সকলের প্রশংসায় ভাসছেন ওই সেনা চিকিৎসক। এই ঘটনা প্রমাণ করে দিল মানবিকতা এবং কর্তব্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।