রামের পদচিহ্ন অনুসরণ করে বিশেষ ট্রেন, এ যুগে রামায়ণের ‘সাক্ষী’ থাকতে কত ভাড়া গুণতে হবে যাত্রীদের?
July 6, 20258:53 am

ভারতীয় রেল আগামী ২৫ জুলাই থেকে তাদের পঞ্চম রামায়ণ যাত্রা শুরু করতে চলেছে। এই বিশেষ ট্রেনটি অযোধ্যা থেকে রামেশ্বরম পর্যন্ত যাবে, যা শ্রী রামের লঙ্কা যাত্রার পথ অনুসরণ করবে। এই ১৭ দিনের যাত্রায় পর্যটকরা অযোধ্যা, নন্দীগ্রাম, সীতামারহি, জনকপুর, বক্সার, বারাণসী, প্রয়াগরাজ, চিত্রকূট, নাসিক, হাম্পি-সহ মোট ৩০টি গুরুত্বপূর্ণ স্থানে ভ্রমণের সুযোগ পাবেন। IRCTC এই সম্পূর্ণ যাত্রার দায়িত্বে রয়েছে।
এই রামায়ণ এক্সপ্রেসে কেবলমাত্র শীতাতপ নিয়ন্ত্রিত কামরা থাকবে। তৃতীয় শ্রেণির এসি কামরার টিকিটের মূল্য জনপ্রতি ১ লক্ষ ১৭ হাজার ৯৭৫ টাকা, দ্বিতীয় শ্রেণির এসি কামরার জন্য ১ লক্ষ ৪০ হাজার টাকা এবং প্রথম শ্রেণির এসি কুপের জন্য ১ লক্ষ ৭৯ হাজার টাকা ধার্য করা হয়েছে। টিকিটের মূল্যের মধ্যেই খাবার ও ভ্রমণের সম্পূর্ণ খরচ অন্তর্ভুক্ত থাকবে।