বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েই নতুন কৌশল শমীক ভট্টাচার্যের
July 6, 20258:54 am

বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পরই সংখ্যালঘু সম্প্রদায়কে কাছে টানার বার্তা দিলেন শমীক ভট্টাচার্য। তার এই মন্তব্য রাজ্য বিজেপির গত কয়েক বছরের পরিচিত সংখ্যালঘু-বিরোধী অবস্থানের থেকে অনেকটাই ভিন্ন। রাজনৈতিক মহলের ধারণা, শমীক বাজপেয়ীর দেখানো পথেই হেঁটে সংখ্যালঘু ভোট টানতে চাইছেন। কারণ, শুধুমাত্র হিন্দু ভোট দিয়ে রাজ্যে ক্ষমতা দখল করা কঠিন, এই অঙ্কের উপরই হয়তো ভরসা রাখছেন তিনি।
শমীক ভট্টাচার্য ১৯৮০ সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত। ছাত্র রাজনীতি এবং আরএসএস-এর অভিজ্ঞতা রয়েছে তার। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং বাগ্মিতা তাকে দলের অভ্যন্তরে পরিচিত মুখ করে তুলেছে। যদিও তৃণমূল স্তরে তার পরিচিতি কম। এই পরিস্থিতিতে শমীক সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ফাটল ধরিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পারেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।