বিরাট বড় ব্যাঙ্ক ফেল করল, আঙুল উঠেছে কলকাতার ঠাকুর বাড়ির বিরুদ্ধে

প্রায় ২০০ বছর আগে এক বিশাল ব্যাঙ্ক বিপর্যয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ, যার পেছনে বিশ্বখ্যাত জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। ইতিহাসবিদদের মতে, পরাধীন ভারতের রাজধানী কলকাতায় সংঘটিত সেই ব্যাঙ্ক বিপর্যয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তৎকালীন কলকাতার অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী এবং প্রথম ভারতীয় হিসেবে ব্যাঙ্কের ডিরেক্টর পদে আসীন হয়েছিলেন তিনি।
১৮২৮ সালে দ্বারকানাথ তাঁর পার্সি বন্ধু রুস্তমজি কওয়াওসজিকে নিয়ে ইউনিয়ন ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ সংস্থা ম্যাকিন্টস অ্যান্ড কো ম্পা নির ‘কমার্শিয়াল ব্যাঙ্ক’ এবং পালমার অ্যান্ড কো ম্পা নির ‘দ্য ক্যালকাটা ব্যাঙ্ক’-এর সংযুক্তির মাধ্যমে এই ব্যাঙ্কটি তৈরি হয়েছিল। ১২ লক্ষ টাকার বিশাল মূলধন নিয়ে যাত্রা শুরু করলেও, মাত্র ২০ বছরের মধ্যেই (১৮৪৮) ব্যাঙ্কটি মুখ থুবড়ে পড়ে। জন পালমার অ্যান্ড কো ম্পা নিকে দেওয়া প্রায় ৬ লক্ষ টাকার ঋণ অনাদায়ী হওয়ায় এই বিপর্যয় ঘটে, যা সাধারণ মানুষের কষ্টের টাকা গ্রাস করে নেয়।