অবৈধ সম্পর্ক জেনে ফেলায় প্রেমিককে খুন করল দম্পতি, অভিযুক্ত স্বামী

বিহারের বেগুসরাইয়ে চাঞ্চল্যকর এক ঘটনা প্রকাশ্যে এসেছে। নিজের স্ত্রীর সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্ক রাখার অভিযোগে প্রেমিককে খুন করেছেন স্বামী। শুক্রবার সকালে সুনীল কুমার নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে অপহরণ করে খুনের ঘটনা মনে হলেও, পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে আসল সত্য। মৃত সুনীলের মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে যে সে বিবাহিতা প্রেমিকা প্রিয়াংশু কুমারীর বাড়িতে গিয়েছিল।
তদন্তে জানা যায়, প্রিয়াংশু ও সুনীল যখন শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল, তখনই প্রিয়াংশুর স্বামী জিতেন্দ্র কুমার ঘরে ঢুকে তাদের হাতেনাতে ধরে ফেলে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে প্রিয়াংশু পাল্টা অভিযোগ করে যে সুনীল তার সঙ্গে জোরপূর্বক সম্পর্ক স্থাপন করছিল। এতে ক্ষিপ্ত হয়ে জিতেন্দ্র স্ত্রী প্রিয়াংশুকে সঙ্গে নিয়ে সুনীলের ঘাড় মটকে তাকে খুন করে। খুনের পর মৃতদেহ পাশের বাড়ির চত্বরে ফেলে দেওয়া হয় এবং মোবাইল ফোন শৌচাগারের ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে প্রিয়াংশু খুনের কথা স্বীকার করেছে। এই ঘটনায় জিতেন্দ্র ও প্রিয়াংশু দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ।