গোরক্ষপুরে তিন যুবকের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল এরটিগা, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রক্ত আর যন্ত্রণার আর্তনাদ
July 6, 20259:52 am

গোরক্ষপুর, ৬ জুলাই: মহরম উপলক্ষে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন তিন যুবক। কিন্তু একটি দ্রুতগামী আর্টিক্স কার তাঁদের বাইকে সজোরে ধাক্কা দিলে এক নিমেষে তাঁদের সব স্বপ্ন শেষ হয়ে যায়। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তিন যুবককে। ঘটনাটি ঘটেছে মালহানপার-গোপালপুর সড়কে।
পুলিশ সূত্রে খবর, বাইকে ধাক্কা মারার পর প্রায় ১০ ফুট উপরে ছিটকে পড়েন আরোহীরা। রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর লুটিয়ে পড়েন তাঁরা। দুর্ঘটনার পর থেকেই পলাতক ঘাতক গাড়ির চালক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিসি উরুয়ায় নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতরা হলেন আলম, হাইরান এবং শাহিল। পুলিশ জানিয়েছে, পলাতক গাড়িচালককে চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।