স্ত্রী গুটখা খেতে আসক্ত ছিল, স্বামীর বকুনিতে অভিমানে গৃহবধূর গলায় ফাঁস দিলেন

উত্তরপ্রদেশের বান্দা জেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে স্বামীকে গুটখা খাওয়া নিয়ে বকুনি দেওয়ায় ২৫ বছর বয়সী এক বিবাহিতা নারী আত্মহত্যা করেছেন। জানা গেছে, মৃতার নাম পুনম, যার ২০১৯ সালে সম্রাট সিংয়ের সঙ্গে বিয়ে হয়েছিল এবং তাদের একটি পুত্রসন্তানও আছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পুনমের গুটখা খাওয়ার অভ্যাস ছিল এবং তিনি প্রায়ই লুকিয়ে গুটখা খেতেন। ঘটনার দিন স্বামী সম্রাট তাকে গুটখা খেতে দেখে বকাবকি করেন, এতে পুনম ক্ষুব্ধ হয়ে নিজের ঘরে ঢুকে গলায় ফাঁস দেন।
দীর্ঘক্ষণ ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত পরিদর্শক বলরাম সিং জানিয়েছেন, প্রাথমিক তদন্তে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।