বন্ধু না ডেলিভারি এজেন্ট, পুণের তরুণীর ধর্ষণের অভিযোগের রহস্য উন্মোচন
July 6, 202510:25 am

পুণেতে এক তরুণী তাঁর পুরুষ বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলে চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিকভাবে ওই তরুণী দাবি করেন, একজন ডেলিভারি এজেন্ট তাঁকে ধর্ষণ করেছে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, অভিযুক্ত ব্যক্তি আসলে তরুণীরই পরিচিত বন্ধু। পুলিশি জিজ্ঞাসাবাদের পর তরুণী স্বীকার করেন, তিনি স্বেচ্ছায় বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন। তবে ওইদিন তিনি রাজি না থাকা সত্ত্বেও তাঁর বন্ধু জোর করায় তিনি মিথ্যা অভিযোগ করেছেন।
পুলিশ জানায়, তরুণীর অভিযোগের পর অভিযুক্তকে ধরতে ব্যাপক তল্লাশি চালানো হয়। পরে জানা যায়, তরুণী নিজেই অভিযুক্তের সঙ্গে সেলফি তুলে সেটি এডিট করে হুমকি মেসেজ লিখেছিলেন। তরুণীর মানসিক স্বাস্থ্য পরীক্ষার বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।