লক্ষ্যপূরণে ব্যর্থ কর্মীর উপর পাশবিক অত্যাচার, নগ্ন ছবি তোলার অভিযোগ জাপানে
July 6, 202511:00 am

জাপানের ওসাকায় নিও কর্পোরেশন নামের একটি সংস্থার বিরুদ্ধে প্রাক্তন কর্মীরা গুরুতর নির্যাতনের অভিযোগ এনেছেন। অভিযোগ, বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে কর্মীদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো। পাঁচ প্রাক্তন কর্মী এই মর্মে সংস্থার বিরুদ্ধে মামলা করেছেন। তাঁদের অভিযোগ, লক্ষ্যপূরণে ব্যর্থ হলে কর্মীদের জোর করে নগ্ন ছবি তুলতে বাধ্য করা হতো এবং সেই ছবি অন্যান্য কর্মীদের মধ্যে ছড়িয়ে দিয়ে ভয় দেখানো হতো। এমনকি কখনও কখনও কর্মীদের যৌনাঙ্গ চেপে ধরেও শাস্তি দেওয়া হয়েছে।
এছাড়াও, কর্মীদের বেতন কেটে রাখা এবং পুরো বেতন না দেওয়ার অভিযোগও উঠেছে। এই বিষয়ে ম্যানেজারের কাছে অভিযোগ জানালে উপহাসের শিকার হতে হয়েছে বলে কর্মীরা জানিয়েছেন। চলতি বছরের মার্চ মাসে এই মামলা দায়ের করা হলেও নিও কর্পোরেশন সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।