রাহুল গান্ধীর ছবি সহ স্যানিটারি প্যাড, বিতর্কের ঝড় সোশ্যাল মিডিয়ায়

বিহার বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের ‘স্বাস্থ্যও, সম্মানও’ প্রচার ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। এই প্রচারের অংশ হিসেবে রাজ্যজুড়ে পাঁচ লাখ স্যানিটারি প্যাড বিনামূল্যে বিতরণ করছে কংগ্রেস। তবে বিতরণের সময় সামনে আসে এক অপ্রত্যাশিত ঘটনা। স্যানিটারি প্যাডের প্যাকেটের পাশাপাশি প্যাডের ভেতরের স্তরেও রাহুল গান্ধীর ছবি ছাপা হয়েছে, যা নিয়ে সমালোচনার মুখে পড়েছে দলটি।
স্যানিটারি প্যাডের ভেতরে রাহুল গান্ধীর ছবি সম্বলিত ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। যদিও এই ছবি ও ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, তবুও কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত এই প্রচারের পরিকল্পনার কথা স্বীকার করেছেন। কংগ্রেস সমর্থকরা এটিকে ‘সৃজনশীল বিপণন’ বললেও, বিরোধীরা এবং বিভিন্ন সামাজিক সংগঠন এটিকে নারী মর্যাদার পরিপন্থী, বিভ্রান্তিকর এবং অশালীন বলে তীব্র নিন্দা জানিয়েছে।