সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ, ৬৪ বছরের পুরোনো নিয়ম বদল

ভারতের সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো তাদের কর্মী নিয়োগে অন্যান্য অনগ্রসর শ্রেণী (ওবিসি)-কে সংরক্ষণের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে। সুপ্রিম কোর্টের ৬৪ বছরের পুরোনো নিয়োগ নীতিতে এই পরিবর্তনের ফলে এখন থেকে ওবিসি প্রার্থীরাও সংরক্ষিত আসনে নিয়োগের সুযোগ পাবেন। প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ জুলাই জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধানের ১৪৬(২) অনুচ্ছেদের অধীনে প্রদত্ত ক্ষমতাবলে ১৯৬১ সালের সুপ্রিম কোর্ট অফিসার্স অ্যান্ড সার্ভেন্টস (পরিষেবা ও আচরণ বিধি) নিয়মের ৪এ ধারা সংশোধন করা হয়েছে। এই সংশোধিত নিয়ম অনুযায়ী, এখন থেকে সুপ্রিম কোর্টের প্রত্যক্ষ নিয়োগে তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি), অন্যান্য অনগ্রসর শ্রেণী (ওবিসি), দিব্যাঙ্গ, প্রাক্তন সৈনিক এবং স্বাধীনতা সংগ্রামীদের নির্ভরশীলদের জন্য ভারত সরকার কর্তৃক জারিকৃত নির্দেশিকা ও আদেশ অনুসারে সংরক্ষণ প্রযোজ্য হবে। এই নতুন সংরক্ষণ ব্যবস্থা পদভিত্তিক হবে।