ব্রিকস সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে মোদি, উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে মোদি, উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে ব্রাজিলে পৌঁছেছেন।1 রিও ডি জেনেইরোতে গ্যালেও আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। এটি তাঁর পাঁচ দেশ সফরের চতুর্থ ধাপ। প্রধানমন্ত্রী ‘এক্স’-এ পোস্ট করে জানান, তিনি ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে রিও ডি জেনেইরোতে পৌঁছেছেন এবং পরে রাষ্ট্রপতি লুলার আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে রাজধানী ব্রাসিলিয়া যাবেন।2 এই সফরে ইতিবাচক বৈঠক ও আলোচনার আশা করছেন তিনি।

প্রধানমন্ত্রীর হোটেলে পৌঁছনোর পর ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা “ভারত মাতা কি জয়” স্লোগান দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও তাঁকে স্বাগত জানানো হয়। ব্রাজিলে প্রায় ৫,০০০ ভারতীয় বসবাস করেন, যাঁদের অধিকাংশই সাও পাওলো, রিও ডি জেনেইরো এবং মানাউসের মতো শহরে থাকেন। তাঁদের মধ্যে পেশাদার, ব্যবসায়ী, বিজ্ঞানী ও গবেষকরা প্রধানত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *