SSC বিতর্কের মাঝে স্বস্তি, প্যারাটিচারদের বড় খবর!

সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চলছে। এই পরিস্থিতিতে প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হতে পারবেন না, সেই চাকরিচ্যুতদের জন্য বিশেষ পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের প্যারাটিচারদের আর্থিক ও সামাজিক মর্যাদা বাড়াতে একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো বেতনের তিনগুণ বৃদ্ধি। প্রাইমারি প্যারাটিচারদের বেতন ৩৫,০০০ টাকা এবং আপার প্রাইমারি প্যারাটিচারদের ৪০,০০০ টাকা পর্যন্ত হতে পারে, যা সহকারী শিক্ষকদের প্রাথমিক বেতনের কাছাকাছি।
এছাড়া, “প্যারাটিচার” পদবির বদলে নতুন নাম “অতিরিক্ত সহকারী শিক্ষক” দেওয়া হতে পারে। এতে শিক্ষার অধিকার আইনের নিয়োগ সংক্রান্ত জটিলতা এড়ানো যাবে। মহিলা প্যারাটিচারদের জন্য ৭৩০ দিনের চাইল্ড কেয়ার লিভ, স্টাফ কাউন্সিলে অন্তর্ভুক্তি, পরীক্ষার দায়িত্ব, বদলি ব্যবস্থা এবং পৃথক সার্ভিস রুল তৈরির প্রস্তাবও রয়েছে। যদিও এসবই এখনো আলোচনাধীন, তবে এসব বাস্তবায়িত হলে প্যারাটিচারদের জীবনে বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।