কসবা কাণ্ড নিয়ে অগ্নিমিত্রা পাল বললেন, নারী নিরাপত্তায় তৃণমূল সরকার ব্যর্থ

আরজি কর কাণ্ডের এক বছর না পেরোতেই কসবায় ফের গণধর্ষণের ঘটনা রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলেছে। এই ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের সঙ্গে শাসকদলের যোগ সামনে আসায় বিরোধীরা, বিশেষত বিজেপি, তৃণমূলের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছে। সাউথ ক্যালকাটা ল’ কলেজের গভর্নিং বডি নিয়ে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর তোলা প্রশ্নের পর এবার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালও একই সুর ধরেছেন।
শনিবার অগ্নিমিত্রা পাল বলেন, কসবার ঘটনা রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলেছে। আরজি করের ঘটনার পর এত প্রতিবাদ সত্ত্বেও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার মহিলাদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, বরং ধর্ষকদের সাহায্য করতে সফল। তিনি আরও বলেন, আদালত কলেজের ইউনিয়ন রুম তুলে দিতে বললেও শ্রেণিকক্ষ বা শৌচাগারে এমন ঘটনা ঘটতে পারে। কসবা গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রসহ জইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের ৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি মুখোপাধ্যায়কেও সিট গ্রেপ্তার করেছে।