‘আরজি কর-কাণ্ড থেকে কলেজে ধর্ষণের ঘটনা’, কংগ্রেসের লালবাজার অভিযান, পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে গর্জন
July 6, 20252:51 pm
আরজি কর কাণ্ড এবং সাউথ কলকাতা ল কলেজে ধর্ষণের প্রতিবাদে আগামী ১০ জুলাই লালবাজার অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। পুলিশি নিষ্ক্রিয়তা এবং শাসকদলের পক্ষ থেকে অভিযুক্তদের আড়াল করার অভিযোগ তুলে এই কর্মসূচির ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি জানান, বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হবে।
প্রদেশ কংগ্রেসের অভিযোগ, রাজ্যে পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না এবং শাসকদলের অঙ্গুলিহেলনে পুলিশ চললে আইনশৃঙ্খলা ভেঙে পড়বে। তাদের দাবি, পুলিশ সক্রিয় থাকলে কালীগঞ্জে সকেট বোমা হামলায় তমন্না খাতুনকে প্রাণ হারাতে হতো না। কংগ্রেস মনে করে, পুলিশের একাংশ তাদের উর্দির মর্যাদা ভুলে অপরাধীদের আড়াল করছে এবং নিরীহ মানুষকে হয়রানি করছে, তাই তারা এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিতে বাধ্য হয়েছে।