এলন মাস্কের নতুন দল ‘আমেরিকা পার্টি’র ঘোষণা

এলন মাস্কের নতুন দল ‘আমেরিকা পার্টি’র ঘোষণা

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করলেন ইলন মাস্ক। স্পেসএক্স ও টেসলার সিইও এবার রাজনীতিতে পদার্পণ করে ঘোষণা করলেন তার নতুন দল ‘আমেরিকা পার্টি’। ৪ জুলাই, আমেরিকার স্বাধীনতা দিবসের পরের দিন এই ঘোষণা দিয়ে তিনি জানান, ২০২৬ সালের মিড-টার্ম নির্বাচনে তার দল প্রতিদ্বন্দ্বিতা করবে। এই নির্বাচনের মাধ্যমে ১২০তম মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সেনেটের ৩৩টি আসনের পাশাপাশি বিভিন্ন প্রদেশের গভর্নর পদ নির্ধারিত হবে।

ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ‘বিগ অ্যান্ড বিউটিফুল’ বিলে স্বাক্ষরের পরপরই মাস্কের এই রাজনৈতিক পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ। মাস্ক এই বিলের অন্যতম সমালোচক ছিলেন। দল ঘোষণার সাথে সাথেই তিনি সমাজমাধ্যমে একটি জরিপ চালান, যেখানে ৬৫.৪ শতাংশ মানুষ বর্তমান দ্বিদলীয় ব্যবস্থা থেকে মুক্তির পক্ষে রায় দেন। মাস্ক টুইটে বলেছেন, ‘আমেরিকা পার্টি’ গঠিত হয়েছে মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিতে এবং দেশের অপচয় ও দুর্নীতি বন্ধ করতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *