‘কলিযুগের বসুদেব’ বাবা তাঁর সন্তানের জন্য সব করতে পারেন, ভাইরাল ভিডিও দেখে আপ্লুত নেটপাড়া

সন্তানের সুরক্ষার জন্য বাবা কতটা আত্মত্যাগী হতে পারেন, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে তা ফের প্রমাণিত হলো। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গলা পর্যন্ত জলে ডুবে থাকা এক বাবা একটি গামলায় নিজের সন্তানকে বসিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে হেঁটে যাচ্ছেন। এই দৃশ্য দেখে নেটিজেনরা বাবার ভালোবাসাকে কুর্নিশ জানিয়েছেন। কেশব মিনা নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়, যেখানে লেখা ছিল, ‘বাবা তাঁর সন্তানের জন্য সবকিছুই করতে পারেন।’
ভিডিওটিতে দেখা যায়, চারদিকে শুধু জল আর জল। ঘরবাড়ি, দোকানপাট সব ডুবে আছে। এর মধ্যেই এক তরুণ কাঁধ সমান জল ভেঙে যাচ্ছেন, তাঁর মাথায় থাকা গামলায় নিশ্চিন্তে শুয়ে আছে এক শিশু। আরেক ব্যক্তি তাঁকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছেন। সন্তানের প্রতি বাবার এই অসাধারণ প্রচেষ্টা দেখে যেমন অনেকেই মুগ্ধ, তেমনই কিছু মানুষ শিশুর সুরক্ষার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিওটি কোথা থেকে বা কবে ধারণ করা হয়েছে, তা অবশ্য এখনও জানা যায়নি।