কাশ্মীরে রহস্যজনকভাবে জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ
July 6, 20253:36 pm

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ৫৪ রাষ্ট্রীয় রাইফেলসের এক জওয়ানের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সোলকি গ্রামে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ওই জওয়ান। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার পর ক্যাম্পের ভিতর থেকে গুলির শব্দ শুনে সহকর্মীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, জওয়ানের নিজের রাইফেল থেকেই গুলি চলেছে। ঘটনার সময় তার ক্যাম্পে অন্য কেউ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। মৃত জওয়ানের পরিচয় এখনো জানা যায়নি।