মালদহ বিমানবন্দর জবরদখল? নজরদারির দায়িত্বে সিভিক ভলান্টিয়ার

মালদহ বিমানবন্দর নিয়ে ফের নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ, পরিত্যক্ত বিমানবন্দরের জমি জবরদখলের চেষ্টা চলছে, যেখানে নজরদারির দায়িত্বে রয়েছেন একজন মাত্র সিভিক ভলান্টিয়ার। বিমানবন্দরের ভেতরে গরু-ছাগল ঢুকে পড়ছে বলেও জানা গেছে। এই পরিস্থিতিতে উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু এবং দক্ষিণ মালদহের সাংসদ ইশা খান চৌধুরী যথাক্রমে কেন্দ্রীয় সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন।
সাংসদদের অভিযোগ, বিমানবন্দর সংস্কারের নামে কেন্দ্রের টাকা নয়ছয় করা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রীয় সরকার মালদহের ওল্ড মালদহ বা গাজোলে নতুন বিমানবন্দর তৈরির সবুজ সংকেত দিয়েছে এবং শীঘ্রই একটি প্রতিনিধি দল জমি পরিদর্শনে আসবে। তৃণমূলের জেলা চেয়ারপার্সন চৈতালি সরকারের দাবি, বর্তমানে বিমানবন্দরে পর্যাপ্ত প্রহরা রয়েছে এবং বিমান চলাচলের জন্য পরিকাঠামো উন্নয়নের প্রস্তাব পাঠানো হয়েছে।