একুশে জুলাই নতুন চমক দেখবে বাংলা, দিলীপ ঘোষের মন্তব্যে জল্পনা

একুশে জুলাই নতুন চমক দেখবে বাংলা, দিলীপ ঘোষের মন্তব্যে জল্পনা

খড়্গপুর, নিজস্ব প্রতিনিধি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ইদানীং রাজনীতির মূলস্রোত থেকে কিছুটা দূরেই দেখা যাচ্ছে। রবিবার সকালে খড়্গপুরে নিজের বাগানে ড্রাগন গাছের পরিচর্যার ফাঁকেই তিনি ২১ জুলাই প্রসঙ্গে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তাঁর কথায়, “২১ তারিখ নতুন চমক দেখবে বাংলা। স্বপ্ন দেখুক সবাই। দাবি করতে সমস্যা নেই।” দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। সামনেই ২১ জুলাই, যে দিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই গুরুত্বপূর্ণ বার্তা দেন।

আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২১ জুলাইয়ের সভা আরও তাৎপর্যপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে এই সভায় বড় চমকের ইঙ্গিত দেওয়া হয়েছে, যেখানে কোনও হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বের যোগদানের সম্ভাবনা রয়েছে। এই আবহে দিলীপ ঘোষের ‘চমক’ মন্তব্য নতুন করে জল্পনার সৃষ্টি করেছে। যদিও দিলীপ ঘোষ নিজে এই বিষয়ে এখনই কিছু বলতে নারাজ। গেরুয়া শিবিরে তাঁর গুরুত্ব কমেছে বলে যে কানাঘুষো চলছে, তার মধ্যেই তাঁর এই মন্তব্য নতুন মাত্রা যোগ করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *