বিজেপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নবান্নে রাষ্ট্রপতি ভবনের চিঠি

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ ঘিরে নতুন করে অস্বস্তিতে গেরুয়া শিবির। এই বিষয়ে খোঁজখবর নিতে নবান্নকে চিঠি পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবনের সচিবালয়। গত ২ জুলাই রাজ্য মুখ্য সচিব মনোজ পন্থকে দেওয়া সেই চিঠিতে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেআইনি লেনদেন এবং আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের মতো বিভিন্ন দুর্নীতির অভিযোগের উল্লেখ করা হয়েছে। চিঠির সঙ্গে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনও ই-মেলে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, উদয় সিংহ নামে বিজেপি যোগসূত্রে থাকা এক ব্যক্তি এই অভিযোগপত্র পাঠিয়েছেন। যদিও জগন্নাথ চট্টোপাধ্যায় এই অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যে’ এবং ‘তৃণমূলের চক্রান্ত’ বলে দাবি করেছেন। রাষ্ট্রপতি ভবন নবান্নকে এই অভিযোগগুলির তদন্ত করে যথাযথ পদক্ষেপ নিতে অনুরোধ করেছে। এই অভিযোগপত্রটি কেবল রাষ্ট্রপতি ভবন নয়, কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই, অর্থ মন্ত্রক, আয়কর দফতর, ইডি, লোকপাল, নির্বাচন কমিশন এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকেও পাঠানো হয়েছে।