ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কা, কমিশনের বিরুদ্ধে সরব মহুয়া মৈত্র

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সম্প্রতি নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন, যা রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলেছে। তাঁর দাবি, কমিশনের নতুন নিয়মাবলী ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যেই প্রণীত হয়েছে। এই নিয়মানুসারে, ভোটারদের পুনরায় নাগরিকত্বের প্রমাণ দাখিল করতে হবে এবং সেক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড যথেষ্ট হবে না। নিজের জন্ম শংসাপত্রের পাশাপাশি বাবা-মায়ের জন্ম শংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
মহুয়া মৈত্র আরও বলেন, অনেক পরিযায়ী শ্রমিক কর্মস্থলে থাকার কারণে নির্দিষ্ট ২-৩ মাসের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিতে ব্যর্থ হতে পারেন, যার ফলে তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে। একবার নাম বাদ গেলে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না এবং তাঁদের নতুন করে আবেদন করতে হবে। এই বিতর্কিত বিধির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে।