রোবটের জাদুতে হাঁটু প্রতিস্থাপনের অস্ত্রোপচারের পরই হাঁটলেন রোগী, নজিরবিহীন সাফল্য দিল্লিতে
July 7, 20254:55 am

আট বছর ধরে হাঁটু ব্যথায় ভুগছিলেন ঝাড়খণ্ডের ধনবাদের ৫৪ বছর বয়সী ব্রিজ কিশোর। হাঁটতে বা বসতে প্রচণ্ড কষ্ট পেতেন। অনেক চিকিৎসা করিয়েও যখন সুরাহা হয়নি, তখন তিনি দ্বারস্থ হন দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের। গত ২৩ জুন রোবোটিক সিমেন্টলেস মেডিয়াল পিভট টোটাল নী রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে তাঁর চিকিৎসা করা হয়।
অস্ত্রোপচারের দিনই হাঁটতে শুরু করেন ব্রিজ কিশোর। ম্যাক্স ইনস্টিটিউট অফ রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্টের চেয়ারম্যান ড. সুজয় ভট্টাচার্য এই অত্যাধুনিক রোবোটিক সার্জারির নেতৃত্ব দেন। তিনি জানান, এই পদ্ধতিতে দ্রুত রোগী সুস্থ হয়ে ওঠেন এবং নিজেদের স্বাভাবিক অনুভব করেন।