খ্রিস্টান ধর্মগুরু রেজিমন কর্তৃক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে, তরুণীর ওপর বাঁদরের মতো লাফ পাদ্রীর

খ্রিস্টান ধর্মগুরু রেজিমন কর্তৃক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে, তরুণীর ওপর বাঁদরের মতো লাফ পাদ্রীর

তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার ঠাক্কলাইতে এক পেন্টেকস্টাল চার্চের ধর্মগুরু রেজিমন এক অসুস্থ তরুণীকে ‘প্রফেটিক’ শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়ে গ্রেপ্তার হয়েছেন। শারীরিক অসুস্থতা সারাতে মেক্কামণ্ডপম এলাকার ফুল গসপেল পেন্টেকস্টাল চার্চে গিয়েছিলেন ওই বিবাহিত তরুণী। অভিযোগ, সেখানে রেজিমন তাকে জানান যে তার স্বামীর সঙ্গে সম্পর্কের কারণেই সে অসুস্থ এবং একজন ‘প্রফেটিক’ ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলেই সে সুস্থ হবে। এরপর ওই তরুণীকে জড়িয়ে ধরে শারীরিকভাবে হেনস্তা করার চেষ্টা করেন তিনি।

কোনোরকমে পালিয়ে এসে তরুণী ঠাক্কলাই থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ২৬ জুন রেজিমনকে গ্রেপ্তার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং ধর্মের নামে এমন প্রতারণা ও শারীরিক নিপীড়নের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *