ভারতে ‘ভুল করে’ রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থার এক্স অ্যাকাউন্ট ব্লক

নয়াদিল্লি: আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের অফিসিয়াল এক্স (আগের টুইটার) অ্যাকাউন্ট ভারতে সাময়িকভাবে ব্লক হয়ে যাওয়ায় রবিবার দুপুরে তীব্র জল্পনা ছড়িয়েছিল। রয়টার্সের পাশাপাশি চীনের ‘গ্লোবাল টাইমস নিউজ’ এবং তুরস্কের ‘টিআরটি ওয়ার্ল্ড’–এর এক্স অ্যাকাউন্টও একই কারণে বন্ধ হয়ে যায়। অ্যাকাউন্টগুলিতে প্রবেশ করতে গেলে ‘আইনি কারণে এই অ্যাকাউন্ট ভারতে বন্ধ রয়েছে’ বার্তাটি দেখা যায়।
কেন্দ্রীয় সরকার দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করে জানিয়েছে, রয়টার্সের অ্যাকাউন্ট ব্লক করার জন্য তাদের পক্ষ থেকে কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। সরকারি মুখপাত্র জানান, তারা এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করছেন। ধারণা করা হচ্ছে, ‘অপারেশন সিন্দুর’ চলাকালীন জারি করা পুরনো এবং বর্তমানে অপ্রাসঙ্গিক কোনো নির্দেশের ভিত্তিতে এই ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় সরকার এক্স কর্তৃপক্ষকে দ্রুত ভুল সংশোধনের অনুরোধ জানিয়েছে এবং আশা করা হচ্ছে, অ্যাকাউন্টগুলো শীঘ্রই ফের চালু হবে।