বই প্রকাশে সঙ্ঘের হস্তক্ষেপের অভিযোগ, বিপাকে পঞ্চম-অষ্টমের শিক্ষার্থীরা

নয়াদিল্লি: স্কুলের পাঠ্যবই প্রকাশে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) হস্তক্ষেপের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বিরোধী দলগুলোর দাবি, মোদি সরকারবিরোধী কোনো বিষয়বস্তু যাতে বইয়ে না থাকে, তা নিশ্চিত করতে সঙ্ঘের কর্মকর্তারা এনসিইআরটি’র পঞ্চম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক যাচাই করছেন। এর ফলেই বই প্রকাশ থমকে আছে, যার কারণে এপ্রিল মাসে শিক্ষাবর্ষ শুরু হলেও শিক্ষার্থীরা এখনও বই হাতে পায়নি। যদিও শিক্ষামন্ত্রক এই অভিযোগ অস্বীকার করেছে।
এনসিইআরটি’র কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পাঠ্যপুস্তক তৈরির পরেও গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা সেগুলোকে খুঁটিয়ে দেখছেন। বিশেষ করে কেন্দ্রের সরকার বা ‘তাদের বেঁধে দেওয়া ইতিহাসে’র বিরুদ্ধে কোনো অংশ বা লাইন আছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। এর আগে দ্বাদশ শ্রেণির পলিটিক্যাল সায়েন্সের বই থেকে মহাত্মা গান্ধীকে হত্যার ঘটনায় আরএসএস’কে নিষিদ্ধ ঘোষণার অংশটি এবং নাথুরাম গডসের ‘জাত’ উল্লেখ অংশ বাদ দেওয়া হয়েছিল। বই প্রকাশে এই বিলম্বের কারণে সরকারি স্কুলের শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।