টিয়াপাখি বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা

টিয়াপাখি বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা

বারাসাত: সরকারি নিয়ম অমান্য করে খোলাবাজারে টিয়াপাখি বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে সাড়ে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে বারাসাত আদালত। সাজাপ্রাপ্ত বাপি মজুমদার, যার বাড়ি হাবড়ার জয়গাছি এলাকায়, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর গুমা বাজারে টিয়াপাখি বিক্রি করার সময় বনদপ্তরের হাতে ধরা পড়েন।

১৯৭২ সালের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন আইন অনুযায়ী, টিয়াপাখি বিক্রি করা একটি দণ্ডনীয় অপরাধ। গোপন সংবাদের ভিত্তিতে বারাসাত রেঞ্জের বনদপ্তর কর্মকর্তারা বাপি মজুমদারের কাছ থেকে ১০টি টিয়াপাখি উদ্ধার করেন, যার মধ্যে একটি বিরল প্রজাতির রেড ব্রেস্ট (শিডিউল ১) এবং বাকি নয়টি রোজ রিং প্যারাকিট (শিডিউল ২) ছিল। এই ঘটনায় ১৮৯ দিন ধরে বারাসাত আদালতে মামলা চলার পর শনিবার রায় ঘোষণা করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *