পঞ্চায়েত কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে আপ বিধায়ক গ্রেপ্তার, কেজরিওয়াল বললেন বিজেপির চক্রান্ত

গান্ধীনগর: বৈঠক চলাকালীন এক পঞ্চায়েত কর্মীর ওপর হামলা ও খুনের চেষ্টার অভিযোগে গুজরাতের আম আদমি পার্টি (আপ) বিধায়ক চৈতর বসাবাকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, ভিসাভাদর উপনির্বাচনে হারের পর বিজেপি ক্ষিপ্ত হয়ে এই চক্রান্ত করেছে এবং বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করছে।
জানা গেছে, দেদিয়াপদার এক পঞ্চায়েত বৈঠকে স্থানীয় কমিটির সদস্য নির্বাচন নিয়ে বিতর্কের সূত্রপাত। অভিযোগ, বিধায়ক মনোনীত প্রার্থীকে গুরুত্ব না দেওয়ায় চৈতর বসাবা মেজাজ হারান। তিনি সাগবারা তালুক পঞ্চায়েতের মহিলা সভাপতিকে গালিগালাজ করেন এবং দেদিয়াপদার পঞ্চায়েত সভাপতিকে মোবাইল ফোন ছুড়ে মারেন, যার ফলে তার মাথা ফেটে যায়। এরপর ভাঙা কাঁচের টুকরো নিয়েও তিনি তেড়ে যান বলে অভিযোগ। আপ অবশ্য এই অভিযোগ অস্বীকার করে এটিকে বিজেপির ষড়যন্ত্র বলে দাবি করেছে।