প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই, জল্পনার অবসান
July 7, 20257:13 am

তেহরান: ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রায় দু’সপ্তাহ পর অবশেষে প্রকাশ্যে দেখা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। দীর্ঘদিন ধরে জনসমক্ষে না আসায় তাকে নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। শনিবার তাকে চির পরিচিত কালো জোব্বা এবং সাদা গলাবন্ধ রুমালে দেখা যায়।
ইরান-ইজরায়েল যুদ্ধ শেষের পর এই প্রথম খামেনেইকে প্রকাশ্যে দেখে তার অনুগামীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, মহররম উপলক্ষে তিনি জনসমক্ষে এসেছেন। তার এই প্রকাশ জনমনে তৈরি হওয়া সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছে।