হাফিজ সাইদকে নিয়ে পাকিস্তানের অন্দরে সংঘাত, বিলাওয়ালের ওপর ক্ষুব্ধ তালহা

পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সাম্প্রতিক মন্তব্যে ফের উত্তপ্ত দেশটির রাজনৈতিক অঙ্গন। ভারতের হাতে জঙ্গি নেতা হাফিজ সাইদ ও মাসুদ আজহারকে প্রত্যর্পণের বিষয়ে বিলাওয়ালের নমনীয় মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হাফিজ সাইদের ছেলে তালহা সাইদ। বিলাওয়াল এক সাক্ষাৎকারে বলেছিলেন, সন্ত্রাসবাদ বিষয়ক আলোচনায় ভারত সহযোগিতা করলে পাকিস্তান এই ধরনের প্রত্যর্পণে বাধা দেবে না। এরপরই তালহা সাইদ বিলাওয়ালের বক্তব্যকে ‘রাষ্ট্রীয় নীতি, জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্বের পরিপন্থী’ বলে তীব্র নিন্দা করেছেন।
জাতীয় সন্ত্রাস দমন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হাফিজ সাইদের লস্কর-ই-তৈবা এবং মাসুদ আজহারের জইশ-ই-মুহাম্মদ উভয়ই পাকিস্তানে নিষিদ্ধ সংগঠন। ২০১৯ সাল থেকে হাফিজ সাইদ কোট লাখপত জেলে বন্দী। বিলাওয়াল দাবি করেছেন যে ভারতের অসহযোগিতার কারণেই এই দুই জঙ্গিকে নিয়ে পাকিস্তান সীমান্তপারের সন্ত্রাস মামলায় এগোতে পারছে না। তিনি ভারতের কাছে প্রমাণ ও সাক্ষ্য চেয়েছেন। তবে তালহা সাইদ বিলাওয়ালের এই বক্তব্যকে ‘বাস্তবতা সম্পর্কে অজ্ঞতা’ অথবা ‘শত্রুর বক্তব্য প্রচার’ হিসেবে আখ্যায়িত করেছেন, যা পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।