পুরুলিয়ায় জালে জড়ানো ১০ ফুটের ময়াল উদ্ধার, জঙ্গলে ফেরানো হলো
July 7, 20257:48 am

পুরুলিয়া: পুরুলিয়া জেলার মানবাজার রেঞ্জের লোটো গ্রামে রবিবার সকালে একটি নাইলনের জালে জড়িয়ে যাওয়া প্রায় ১০ ফুট লম্বা একটি ময়াল সাপ উদ্ধার করেছে বনদপ্তর। লোটো প্রাথমিক বিদ্যালয়ের পাশে গ্রামবাসীরা সাপটিকে দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেন।
খবর পেয়ে মানবাজার রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জাল কেটে সাপটিকে উদ্ধার করেন। মানবাজার রেঞ্জ অফিসার বিনয় মাহাতো জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর সাপটি সুস্থ থাকায় তাকে গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়েছে।