সৈকতে জোয়ারের জলে আটকে পর্যটকদের গাড়ি, পুলিশের তৎপরতায় উদ্ধার

কাঁথি: খেজুরির নিজকসবার হিজলি মসনদ-ই-আলার সমুদ্রসৈকতে নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি নিয়ে নামায় বিপত্তিতে পড়েন একদল পর্যটক। জোয়ারের জল বাড়ায় এবং বালি ও কাদায় চাকা আটকে তাদের গাড়িটি সমুদ্রের জলে তলিয়ে যাওয়ার উপক্রম হয়। শনিবার বিকেলের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
খবর পেয়ে তালপাটিঘাট কোস্টাল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় একটি ট্রাক্টর নিয়ে আসে। দীর্ঘ চেষ্টার পর অ্যাঙ্গেল লাগিয়ে ট্রাক্টরের সাহায্যে গাড়িটিকে টেনে পাড়ে আনা সম্ভব হয়, এতে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। পুলিশ জানিয়েছে, ওই পর্যটকদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে সৈকতে যান চলাচল বন্ধে কঠোর নজরদারি চালানো হবে। এমনকি, নিষেধাজ্ঞা সংক্রান্ত বোর্ড টাঙানো থাকা সত্ত্বেও এবং সিভিক ভলান্টিয়ারদের নিষেধ সত্ত্বেও পর্যটকরা গাড়ি নিয়ে সৈকতে নেমেছিলেন।