পরকীয়ার অভিযোগে বিজেপি নেতাকে খুঁটিতে বেঁধে পুলিশের হাতে তুলে দিল জনতা

ঘাটাল: ঘাটাল থানার যদুপুর এলাকায় পরকীয়ার অভিযোগে এক বিজেপি নেতা এবং এক বিধবাকে হাতেনাতে ধরে খুঁটিতে বেঁধে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। শনিবার রাতে এই ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। উত্তেজিত জনতা ওই যুগলকে মারধর করে পুলিশে খবর দিলে, পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গ্রামবাসীদের অভিযোগ, ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখলের সুযোগ নিয়ে ওই বিজেপি নেতা মহিলাদের প্রভাবিত করার চেষ্টা করতেন। সরকারি সুবিধার প্রলোভন দেখিয়ে তিনি বিধবার বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বিজেপি নেতা বিবাহিত এবং তার সন্তান রয়েছে। তৃণমূল নেতা বিকাশ কর এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে বলেছেন যে, তারা মহিলাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করে। অন্যদিকে, ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট এটিকে নেতার ব্যক্তিগত বিষয় বলে উল্লেখ করে তৃণমূলের বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগ এনেছেন।